বিশ্বকাপ ফুটবল ২০১৮ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বিদেশি পতাকা অননুমোদিতভাবে উড়ানো বন্ধে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।
বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই রিট আবেদনটি শুনানি হবে। রোববার মুক্তিযোদ্ধা মুহাম্মদ নুরুল আমিন নামে একজন এই রিটটি করেন।
রিটের পক্ষের আইনজীবী দেওয়ান আবদুন নাসের চ্যানেল আই অনলাইনকে বলেন: ‘‘অতীতে দেখা গেছে, ফুটবল বিশ্বকাপ চলাকালে বাংলাদেশে অংশ বিভিন্ন দলের সমর্থকেরা সে দেশের পতাকা বিভিন্ন স্থানে ও বাসার ছাদে উত্তোলন করেন। কিন্তু বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২-এর বিধান অনুযায়ী, বাংলাদেশে অবস্থিত বিদেশি কূটনৈতিক মিশনসমূহ ছাড়া অন্য কোনো স্থানে অন্য রাষ্ট্রের পতাকা উত্তোলন করতে হলে বাংলাদেশ সরকারের বিশেষ অনুমোদন গ্রহণ করতে হবে। সেই বিধান লঙ্ঘন করে ফুটবল বিশ্বকাপ চলাকালে দেশব্যাপী বিদেশি পতাকা উত্তোলন করা হয়।
এমতাবস্থায় আসন্ন ফুটবল বিশ্বকাপ চলাকালে বাংলাদেশে সরকারের বিনা অনুমোদনে কোনো প্রকার বিদেশি পতাকা উত্তোলন নিষিদ্ধ করে স্বরাষ্ট্র সচিবকে একটি নির্দেশনা জারির আবেদন জানানো হয় ওই রিট আবেদনে।’’

Found this article interesting? Follow Techtribune24 on Facebook, Twitter and LinkedIn to read more exclusive content we post.