
রাশিয়া বিশ্বকাপের আগে নিজ দেশ আর্জেন্টিনাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য করলেন ডিয়োগো ম্যারাডোনা। ভবিষ্যদ্বাণী করলেন, বিশ্বকাপের গ্রুপ পর্বের সব ম্যাচেই হারবেন লিওনেল মেসিরা!
আবুধাবি স্পোর্টকে বুধবার দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক বললেন, বিশ্বকাপের ডি গ্রুপে নাইজেরিয়ার বিপক্ষে লড়াই করতে পারবে না আর্জেন্টিনা। এমনকি গ্রুপের বাকি দেশগুলোর সাথেও হারবে দলটি।’
আর্জেন্টিনা জাতীয় দলের কোচ সাম্পাওলির কঠোর সমালোচনাও করেন এই ফুটবল কিংবদন্তি। ম্যারাডোনা বলেন, ‘তার কোনো কৌশলই ঠিক নেই। আমি শুনেছি সাম্পাওলি বিশ্বকাপে ২-৩-৩-৩ ফরমেশনে খেলাতে চাচ্ছেন মেসি-হিগুয়েইনদের। এটা খুবই হাস্যকর ব্যাপার। এই ফরমেশনে খেলা হতো ১৯৩০ সালে।’
ক্ষুব্ধ ম্যারাডোনা আরো বলেন, ‘আমার যথেষ্ট সন্দেহ আছে। আশা করছি, প্রথম রাউন্ডে আর্জেন্টিনা ভালো করবে। তবে আইসল্যান্ড, নাইজেরিয়া ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ সহজ নয়। এটা মোটেই সহজ নয়। আর্জেন্টিনা এমন একটা দল নিয়ে বিশ্বকাপে যাচ্ছে, যে দলের কোনো নেতা নেই। কোনো গেম প্ল্যান নেই। আমার তো মনে হচ্ছে, যে সম্মান আমরা এতদিনে অর্জন করেছি, এটাই এবার ঝুঁকির মধ্যে পড়ে যাবে।’
১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে রাশিয়া বিশ্বকাপের মিশন শুরু হবে আর্জেন্টিনার। ম্যারাডোনার কথা কতটুকু প্রতিফলিত হয় তা দেখতে হলে অপেক্ষা করতে হবে আরো বেশ কিছু দিন।
Found this article interesting? Follow Techtribune24 on
Facebook,
Twitter and
LinkedIn to read more exclusive content we post.