এবার রোমান্টিক গল্পে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন ঢাকাই ছবির চিত্রনায়ক ইমন ও এক সময়ের পর্দা কাঁপানো অনন্য সুন্দরী চিত্রনায়িকা পূর্ণিমা। রাজধানীর উত্তরার একটি শুটিং বাড়িতে চলছে ঈদের বিশেষ একটি টেলিফিল্মের শুটিং। টেলিছবির নাম ‘রোদ্দুরে তোমাকে পেয়েছি একদিন’। সেখানেই অংশ নিয়েছেন ঢাকাই ছবির জনপ্রিয় এ দুই তারকা।
নির্মাতা সূত্রে জানা গেছে, আসছে ঈদেই চ্যানেলে আইতে এই টেলিছবিটি প্রচার করা হবে।
গতকাল থেকেই এ টেলিছবিটির শুটিং শুরু হয়। এটি রচনা ও পরিচালনা করছেন রাজিবুল ইসলাম রাজিব।
ইমন বলেন, ‘ঈদের নাটক বা টেলিছবির গল্পগুলো পছন্দ হলেই অভিনয় করার চেষ্টা করি। সেই জায়গা থেকে এটার গল্পটা ভালো লেগেছে। রোমান্টিক একটা গল্প।’ পূর্ণিমার সঙ্গে কাজ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আর পূর্ণিমা এর আগেও একসাথে কাজ করেছি নাটক ও চলচ্চিত্রে। সেগুলো প্রশংসিত হয়েছে। আশা করছি এবারও ভালো কিছুই হবে।’

Found this article interesting? Follow Techtribune24 on Facebook, Twitter and LinkedIn to read more exclusive content we post.