May 23, 2018
Mosabbir Masud
নিষিদ্ধ হওয়া অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ আগামী মাসে ক্রিকেটে ফিরতে পারেন। নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিসিয়াল ওয়েবসাইট ক্রিকেট ডটকম এইউ।
আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞায় থাকা এ ক্রিকেটার কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টিতে অংশ নিবেন। টরেন্টোতে ছয় দলের এ টুর্নমেন্ট শুরু হবে ২৮ জুন। শেষ হবে ১৬ জুলাই।
বল টেম্পারিংয়ের অভিযোগে অসি অধিনায়ককে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। কমপক্ষে দুই বছর অধিনায়কত্ব করতে পারবেন না স্মিথ। পাশাপাশি জাতীয় পর্যায়ের কোনো টুর্নামেন্ট, বিগ ব্যাশ এবং আন্তর্জাতিক ক্রিকেটেও নিষিদ্ধ করা হয়েছে তাকে। তবে দেশের বাইরে খেলতে তার কোনো বাঁধা নেই।
টরেন্টোর ম্যাপল লিফ ক্রিকেট ক্লাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথমবারের মতো আয়োজিত গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। স্মিথ খেলবেন এ টুর্নামেন্টেই। ১৯ দিনের এ টুর্নামেন্টের ড্রাফট অনুষ্ঠিত হবে ২৬ মে। টুর্নামেন্টে অংশ নিচ্ছে ওয়েস্ট ইন্ডিজের একটি দলও। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ক্রিকেটাররা অংশ নেবে এ টুর্নামেন্টে এবং ১১ জনের দলে কমপক্ষে চার কানাডিয়ান ক্রিকেটার থাকতে হবে।
অংশগ্রহণকারী ছয়টি দল হল: ক্যারিবীয়ান অল-স্টার্স, টরেন্ট ন্যাশনালস, মন্টেরিয়াল টাইগার্স, ওটোয়া রয়্যালস, ভনকিউবার নাইটস এবং উইনিপেগ হকস। প্রথমবারের মতো আইসিসির সহযোগী কোনো দেশ টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। তাদেরকে সমর্থন করছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ আইসিসি বোর্ড সভায় ওয়েস্ট ইন্ডিজের সমর্থনের কারণে টি-টোয়েন্টি টুর্নামেন্টটিকে অনুমোদন করেছে আইসিসি।
নিষিদ্ধ হওয়ার পর যুক্তরাষ্ট্রে পরিবার নিয়ে সময় কাটিয়েছেন স্মিথ। গত সপ্তাহে দেশে ফেরেন ডানহাতি ব্যাটসম্যান। মঙ্গলবার মোরে পার্কের ইনডোরে ব্যাটিং অনুশীলন করেন। সঙ্গে ছিলেন তার বাবা পিটার।