দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন।
আহত হয়েছেন অন্তত ২২ জন। পুলিশ জানায়, দুপুরে বগুড়া থেকে রংপুর যাচ্ছিলো এবি বিলাস পরিবহন নামের একটি বাস। রংপুরের পীরগঞ্জের মাদারপুর এলাকায় বাসটি গাছের সাথে ধাক্কা লেগে পুকুরে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান দুজন। গুরুতর অবস্থায় ১৭ জনকে স্থানীয় হাসপাতাল ও রংপুর মেডিকেলে পাঠানো হয়। এদিকে বগুড়ার শাজাহানপুরে ট্রাক-লেগুনার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন, আরও ৮ জন। গোপালগঞ্জের কাশিয়ানিতে আত্মীয়ের মরদেহ দেখতে যাওয়ার সময় ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় নাওগাঁ, মাগুরা ও পিরোজপুরে প্রাণ হারিয়েছেন আরও ৪ জন।