বিরল রোগ হেমানজিওমায় আক্রান্ত সাতক্ষীরার মুক্তামনি মারা গেছে। আজ বুধবার সকাল ৭টার দিকে সদর উপজেলার কামারবাসা গ্রামের নিজ বাড়িতে সে মারা যায়।
পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি মুক্তামনির অবস্থা আরও খারাপ হয়ে পড়েছিল। মঙ্গলবার রাতে তার অবস্থার আরও অবনতি ঘটে।
সাতক্ষীরা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, মুক্তামনির রক্তশূন্যতা দেখা দেয়। তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দিয়েছিলেন স্থানীয় চিকিৎসকরা।
হেমানজিওমায় রোগে ডান হাতে বড় আকৃতির টিউমার হয় মুক্তামনির। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুক্তামনির চিকিৎসা হয়। ঢাকা মেডিকেলের চিকিৎসকরা মুক্তামনির শরীরে জটিল অস্ত্রোপচার করেন। পরে মুক্তামনিকে এক মাসের জন্য ছাড়া হলে পরিবার তাকে নিয়ে গ্রামের বাড়ি চলে যায়। ছয় মাসেও তাকে আর ঢাকা আনা হয়নি।
গত কয়েকদিন ধরেই বিভিন্ন গণমাধ্যমে মুক্তামনির শারীরিক অবস্থার অবনতির কথা বলা হলেও তার সুচিকিৎসার ব্যবস্থায় কেউ এগিয়ে আসেনি বলেই জানায় পরিবার ও স্থানীয়রা।