জনপ্রিয় বলিউড অভিনেতা সালমান খান। গায়ক হিসেবে আগেই অভিষেক হয়েছে তার। এবার গীতিকার হিসেবে নাম লেখালেন তিনি। ইউটিউবে প্রকাশিত হয়েছে রেস-থ্রি সিনেমার গান ‘সেলফিশ’। এই গানের কথা লিখেছেন সালমান খান। গানে কণ্ঠ দিয়েছেন আতিফ আসলাম ও সালমানের কথিত প্রেমিকা ইউলিয়া ভান্তুর। রেস ফ্র্যাঞ্চাইজির আগের সিনেমাগুলোতে ‘পেহলে নজর’ ও ‘বেইন্তেহান’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন আতিফ। তবে ইউলিয়ার এবারই প্রথম।
গানটি লেখার অভিজ্ঞতা জানিয়ে সালমান খান বলেন, ‘ক্রিয়েটিভ টিমের সঙ্গে গান নিয়ে আলোচনার সময় সিনেমার গল্পের সঙ্গে মিল রেখে আমি কয়েকটি লাইন লেখি। সংগীত পরিচালক বিশাল এটি শুনে খুবই উচ্ছ্বসিত হন। তিনি জানান, এর সুর তৈরি করবেন। আমি বলেছিলাম, কিন্তু এটি তো আমাদের কথোপকথন, কোনো গানের কথা নয়।’
রেস ফ্র্যাঞ্চাইজির আগের দুটি সিনেমা পরিচালনা করেছিলেন আব্বাস-মাস্তান। এবার পরিচালনার দায়িত্ব পালন করছেন রেমো ডিসুজা। রেস-থ্রি সিনেমায় সালমান খান ছাড়া আরো অভিনয় করছেন অনিল কাপুর, জ্যাকলিন ফার্নান্দেজ, ববি দেওল, ডেইজি শাহ, সাকিব সেলিম, ফ্রেডি দারুওয়ালা প্রমুখ। ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৫ জুন মুক্তি পাবে রেস-থ্রি।

Found this article interesting? Follow Techtribune24 on Facebook, Twitter and LinkedIn to read more exclusive content we post.