ইএসপিএন ক্রিকইনফোর ২৫ বছর পূর্তিতে 'স্বপ্নের আন্তর্জাতিক একাদশ' বাছাইয়ের পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।
১৯৯৩ সালের মার্চ থেকে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত যারা ক্রিকেট খেলেছেন তাদের মধ্য থেকে বাছাই করা হবে স্বপ্নের এ একাদশ।
এ লক্ষ্যে একটি শর্ট লিস্ট করেছে ক্রিকইনফো। যেখানে একমাত্র বাংলাদেশি খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসান আছেন অলরাউন্ডার ক্যাটাগরিতে। এই ক্যাটাগরি থেকে বিশ্ব একাদশে সাকিব আল হাসানকে রাখতে প্রয়োজন আরও পাঠকের ভোট। আর এই ভোট দিতে পারবেন যে কেউ। অনলাইনে আগামী ৫ জুন পর্যন্ত ভোট দেয়া যাবে।
ওয়ানডে পুরুষ একাদশের বাছাই কমিটিতে আছেন, সাবেক টেস্ট ক্রিকেটার ইয়ান চ্যাপেল, ডেভ হোয়াটমোর, জন রাইট, সঞ্জয় মাঞ্জরেকার ও সাবেক হ্যাম্পশায়ার ক্যাপ্টেন ও ব্রডকাস্টার মার্ক নিকোলাস। জুরি বোর্ডের সঙ্গে দর্শকদের ও থাকছে ভোট দেওয়ার সুযোগ।
তিনটি ক্যাটাগরিতে (ব্যাটসম্যান, অলরাউন্ডার, বোলার) ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। সেখান থেকে পছন্দের কিক্রেটারকে বাছাই করা যাবে স্বপ্নের একাদশের জন্য।
সাকিবকে ভোট দিতে চাইলে- http://www.espncricinfo.com/25/content/story/1145214.html
ইএসপিএন ক্রিকইনফোর সংক্ষিপ্ত তালিকায়:
ব্যাটসম্যান:
এবি ডি ভিলিয়ার্স, এডাম গিলক্রিস্ট (উইকেট কিপার), অরবিন্দ ডি সিলভা, ব্রেনডন ম্যাককালাম (উইকেট কিপার), ব্রায়ান লারা, ক্রিস গেইল, হাসিম আমলা, মাহেলা জয়াবর্ধনে, মার্ক ওয়াহ, ইনজামাম-উল-হক, কুমার সাঙ্গাকারা (উইকেট কিপার), মাইকেল বেভান, মোহাম্মদ ইউসুফ, এম এস ধোনি (উইকেট কিপার), সাঈদ আনোয়ার, শচীন টেন্ডুলকার, মাইকেল হাসি, রাহুল দ্রাবিড়, রিকি পন্টিং, সৌরভ গাঙ্গুলি, তিলকারত্নে দিলশান, বিরাট কোহলি, বিরেন্দ্র শেহবাগ ও যুবরাজ সিং।
অলরাউন্ডার:
সাকিব আল হাসান, আব্দুর রাজ্জাক, অ্যান্ড্রু ফ্রিন্টফ, ক্রিস কেয়ার্নস, সানাথ জয়সুরিয়া, শহীদ অফ্রিদি, জ্যাক ক্যালিস, শোয়েব মালিক, ল্যান্স ক্লুজনার, শেন ওয়াটসন ও শন পলক।
বোলার:
অ্যালান ডোনাল্ড, অনিল কুম্বলে, ব্রেট লি, চামিন্দা ভাস, কার্টলি আমব্রোস, মাখায়া এনটিনি, মিশেল জনসন, ডেল স্টেইন, ড্যানিয়েল ভেট্টরি, গ্লেন ম্যাকগ্রা, ল্যাসিথ মালিঙ্গা, মুত্তিয়া মুরালিধরন, শেইন বন্ড, শেন ওয়ার্ন, শোয়েব আখতার, সাঈদ আজমল, সাকলাঈন মুসতাক, ওয়াসিম আখতার ও ওয়াকার ইউনুস।
অ্যালান ডোনাল্ড, অনিল কুম্বলে, ব্রেট লি, চামিন্দা ভাস, কার্টলি আমব্রোস, মাখায়া এনটিনি, মিশেল জনসন, ডেল স্টেইন, ড্যানিয়েল ভেট্টরি, গ্লেন ম্যাকগ্রা, ল্যাসিথ মালিঙ্গা, মুত্তিয়া মুরালিধরন, শেইন বন্ড, শেন ওয়ার্ন, শোয়েব আখতার, সাঈদ আজমল, সাকলাঈন মুসতাক, ওয়াসিম আখতার ও ওয়াকার ইউনুস।