রাজধানীর ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে দুই নারীর গর্ভে জন্ম নেয়া সাত নবজাতকের একজন মারা গেছে। আজ (বুধবার) সন্ধ্যায় নিউনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সুইটি খাতুনের গর্ভে জন্ম নেয়া ৭০০ গ্রাম ওজনের মেয়ে নবজাতকটি মারা যায়।
হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. রোজিনা আক্তার নবজাতক শিশুটির মৃত্যর খবর নিশ্চিত করে বলেন, বেঁচে থাকা ৯০০ গ্রাম ওজনের অপর দুই নবজাতকের অবস্থাও ভালো নয়।
অন্যদিকে অপর গৃহবধূ সনিয়া আক্তারের গর্ভে জন্ম নেয়া চার নবজাতক (৩ জন ছেলে ও ১ জন কন্যা) এখন মিনি লাইফ সাপের্টে রয়েছে।
ডা. রোজিনা আক্তার জানান, দুই গৃহবধূর গর্ভে জন্ম নেয়া নবজাতক শিশুগুলো এখনও ঝুঁকিমুক্ত বলা যাবে না। নবজাতকরা শ্বাস-প্রশ্বাস জটিলতা ও রক্তের সংক্রমণজনিত সমস্যায় ভুগছে।
উল্লেখ্য, সোমবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের অধ্যাপক ডা. কানিজ ফাতেমার অধীনে অস্ত্রোপচারের মাধ্যমে সনিয়া আক্তারের গর্ভে চার নবজাতক জন্মগ্রহণ করে।
একইদিন বিকেলে অধ্যাপক ডা. রুমানা শেখের অধীনে নরমাল ডেলিভারির মাধ্যমে সুইটি খাতুনের গর্ভে জন্ম নেয় তিন নবজাতক।

Found this article interesting? Follow Techtribune24 on Facebook, Twitter and LinkedIn to read more exclusive content we post.