সড়ক পরিবহন আইনে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আইনের খসড়ায় অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠক সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মন্ত্রিসভার আলোচ্য সূচিতে সড়ক পরিবহন আইনের খসড়ার বিষয়টা ছিল না। বিবিধ বিষয় হিসেবে আইনের খসড়াটি আলোচনায় তোলা হয়। সোমবার (৬ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে সচিবালয়ে বৈঠক শুরু হয়। বেলা দেড়টায় সচিব এ বিষয়ে ব্রিফিং শুরু করেন।
জানা যায়, একবছর ঝুলে থাকার পর অবশেষে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মন্ত্রিপরিষদের চূড়ান্ত অনুমোদন পেলো ‘সড়ক পরিবহন আইন’। গতবছর আইনটির খসড়া মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেলেও শ্রমিক সংগঠনগুলোর আপত্তি ও কর্মসূচির হুমকির মুখে আর বেশিদূর এগোয়নি। কিন্তু গত ২৯ জুলাই রাজধানীতে সড়ক দুর্ঘটনায় রমিজউদ্দিন ক্যান্টমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে আইনটি আবারও মন্ত্রিসভায় তোলা হয়।

Found this article interesting? Follow Techtribune24 on Facebook, Twitter and LinkedIn to read more exclusive content we post.