মাত্র ৮৬ দিনে সিরাজগঞ্জ সদর উপজেলায় কোরআনের হাফেজ হয়েছে মো. জাকারিয়া হুসাইন (১২) নামে এক শিশু।

জাকারিয়া উপজেলার সারটিয়া গ্রামের সিএনজিচালিত অটোরিকশাচালক সেলিম রেজার ছেলে। সে বেলকুচি উপজেলার তামাই কবরস্থান সংলগ্ন আল জামিয়াতুল আহলিয়াতুল আমিনিয়া মাদ্রাসার ছাত্র।

এত অল্প বয়স ও সময়ে হিফজুল কোরআন সমাপন করায় শুক্রবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে তার সংবর্ধনার আয়োজন করে মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী।

আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিশিষ্ট সমাজসেবক আলহাজ ফজলার রহমান তালুকদার, রুহুল আমিন মন্টু, রিসাদ মোর্শেদ, অধ্যক্ষ মাওলানা জহুরুল ইসলাম, আব্দুল মান্নান তালুকদার, আইয়ুব আলী খান, নান্নু আকন্দ প্রমুখ।

হাফেজ জাকারিয়া তার প্রতিভাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে হক্কানে আলেম হবেন- এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বক্তারা।


Found this article interesting? Follow Techtribune24 on Facebook, Twitter and LinkedIn to read more exclusive content we post.