ইউটিউবে নিজের নামে চ্যানেল খুললেন দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী। শনিবার (১৯ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একথা জানান। এক পোস্টে তার অনুসারীদের জন্য নিজের ইউটিউব চ্যানেলের লিংকও জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় মিজানুর রহমান আজহারী। বিগত কয়েক বছর ওয়াজ মাহফিলে বক্তব্য দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। বর্তমানে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন।

ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহারী লেখেন, আলহা'ম'দুলিল্লাহ.. অফিসিয়াল ইউটিউব চ্যানেল সংক্রা'ন্ত আমা'র গত স্ট্যাটাসটিতে ষাট হাজারেরও বেশি কমেন্ট এসেছে। আমি উল্লেখযোগ্য প্রায় সবগু'লো কমেন্টসই পড়ার চে'ষ্টা করেছি। সুবহান আল্লাহ! আপনাদের চমৎকার ও কন্স্ট্রাক্টিভ পরামর'্শগু'লো আমায় আবেগাপ্লুত করেছে। অ'সাধারণ এই পরামর'্শগু'লোর জন্য আন্তরিক শুকরিয়া। আল্লাহ তায়ালা আপনাদের সবাইকে উত্তম বিনিময় দিন। আপনাদের দেয়া সুন্দর পরামর'্শগু'লো আমর'া মাথায় রাখার চে'ষ্টা করব ইনশাআল্লাহ।

ইউটিউব চ্যানেলের লিংক পোস্ট করার পর থেকেই প্রচুর সাবস্ক্রিপশন হচ্ছে। শনিবার (১৯ ডিসেম্বর) রাতে প্রতিবেদনটি লেখা পর্যন্ত চ্যানেলটিতে কোনো ভিডিও প্রকাশ করা হয়নি। কিন্তু সাবস্ক্রা'ইবারের সংখ্যা ৫০ হাজারের কাছাকাছি পৌঁছে যায়।

মিজানুর রহমান আজহারী চ্যানেলের ইউটিউব লিংক হল: youtube



Found this article interesting? Follow Techtribune24 on Facebook, Twitter and LinkedIn to read more exclusive content we post.