এবার করোনাকালে স্বাস্থ্যবিধি না মেনে রাজধানীর আসাদ গেটে অবস্থিত আড়ং-এর একটি আউটলেটকে জরিমানা করা হয়েছে ১ লাখ টাকা। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের সামনেই এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।
বৃহস্পতিবার (৬ মে) বিকালে শহরের নিপণি বিতানগুলো ঘুরে দেখার সময় মেয়র আতিকুল ইসলাম আসাদ গেটে আড়ং-এর আউটলেটে প্রবেশ করেন। সেখানে এ সময় ধারণক্ষমতার অতিরিক্ত ক্রেতা থাকায় জরিমানা করা হয় ১ লাখ টাকা।
এ বিষয়ে মেয়র আতিকুল ইসলাম জানান, শর্ত ছিল স্বাস্থ্যবিধি মেনে শপিং মল খোলা রাখবে। আড়ংয়ের আসাদগেট আউটলেটে ধারণক্ষমতার বেশি ক্রেতা ঢুকেছেন। অনেকে বাচ্চা নিয়ে কেনাকাটা করতে আসছেন। স্বাস্থ্যবিধি নিশ্চিত না হওয়ায় আজ আড়ংকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এর আগে গতকালও দোকানপাট ও শপিং মলে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না তা দেখতে ঝটিকা অভিযানে অংশ নেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।