নামাজ হল ইসলাম ধর্মের প্রধান উপাসনাকর্ম। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। একজন মুসলমান হিসেবে আমাদের প্রত্যকেরই নামাজ আদায় করা উচিৎ। তাতে আসুক যত বাধা-বিপত্তি।
নতুন খবর হচ্ছে, সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরিফে নামাজরত এক মুসল্লির মাথার ওপর একটি ঘুঘু বসে থাকতে দেখা গেছে। সামাজিকমাধ্যমে এ ভিডিও দেখে অনেকেই অবাক হয়েছেন।
মুসল্লি রুকু থেকে সিজদায় গেলেও চলে যায়নি ঘুঘুটি। রুকুতে গেলে পিঠে চলে এসেছে, সিজদায় গেলে আবার মাথায় চলে গেছে।
নাছোরবান্দার মতো ঘুঘুটি ওই মুসল্লির শরীরে এঁটে থাকতে যেন অবিচল ছিল। তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন টিআরটি ওয়ার্ল্ডের একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে।