লকডাউনের দিনগুলোতে ভার্চুয়াল আলাপ আরও সমৃদ্ধ করতে ভিডিও কলে ভিডিও ব্যাকগ্রাউন্ড ফিচার আনছে গুগল মিট। ভিডিওতে কথা বলার সময় নিজের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে না পারলে গুগল তিনটি অপশন দেবে: ক্লাসরুম, পার্টি, ফরেস্ট।
গুগল ২০২০ সালের অক্টোবরে কাস্টম ব্যাকগ্রাউন্ড যোগ করার সুযোগ দেয় তাদের ভিডিও কলে। এই প্রথমবার ব্যাকগ্রাউন্ড হিসেবে ভিডিও যোগ করার অপশন আনলো তারা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, ভিডিও ব্যাকগ্রাউন্ড ফিচার কয়েক সপ্তাহের মধ্যে আসবে।
গুগল মিটের নতুন এই ফিচার জুমের আদলে করা। জুমে গত বছর থেকে ভিডিও ব্যাকগ্রাউন্ড ফিচার আনা হয়েছে।
গুগল আরও কয়েকটি ফিচার আনার চেষ্টা করছে। এর মধ্যে টাইটেল পিন কিংবা হাইড করার সুযোগ সংক্রান্ত একটি ফিচার আছে।
কোম্পানিটি ডেটা সেভার নামের আরেকটি ফিচার নিয়ে কাজ করছে।
গুগল মিটের নির্দিষ্ট অ্যাপও রয়েছে, যা প্লে স্টোরে ৫ কোটির বেশি ডাউনলোড হয়েছে।
কোনো ওয়েব ব্রাউজারে ইংরেজিতে মিট ডটনিউ লিখলে তা শর্টকাট লিংক হিসেবে কাজ করে গুগল মিটে নিয়ে যাবে। জিমেইলে ‘স্টার্ট আ মিটিং’ ক্লিক করলে যে লিংক সৃষ্টি হয়, এটা মূলত সেই লিংক হিসেবেই অনলাইনে ভিডিও কনফারেন্স করার সুবিধা চালু করবে।
গুগল ২০২০ সালের অক্টোবরে কাস্টম ব্যাকগ্রাউন্ড যোগ করার সুযোগ দেয় তাদের ভিডিও কলে। এই প্রথমবার ব্যাকগ্রাউন্ড হিসেবে ভিডিও যোগ করার অপশন আনলো তারা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, ভিডিও ব্যাকগ্রাউন্ড ফিচার কয়েক সপ্তাহের মধ্যে আসবে।
গুগল মিটের নতুন এই ফিচার জুমের আদলে করা। জুমে গত বছর থেকে ভিডিও ব্যাকগ্রাউন্ড ফিচার আনা হয়েছে।
গুগল আরও কয়েকটি ফিচার আনার চেষ্টা করছে। এর মধ্যে টাইটেল পিন কিংবা হাইড করার সুযোগ সংক্রান্ত একটি ফিচার আছে।
কোম্পানিটি ডেটা সেভার নামের আরেকটি ফিচার নিয়ে কাজ করছে।
গুগল মিটের নির্দিষ্ট অ্যাপও রয়েছে, যা প্লে স্টোরে ৫ কোটির বেশি ডাউনলোড হয়েছে।
কোনো ওয়েব ব্রাউজারে ইংরেজিতে মিট ডটনিউ লিখলে তা শর্টকাট লিংক হিসেবে কাজ করে গুগল মিটে নিয়ে যাবে। জিমেইলে ‘স্টার্ট আ মিটিং’ ক্লিক করলে যে লিংক সৃষ্টি হয়, এটা মূলত সেই লিংক হিসেবেই অনলাইনে ভিডিও কনফারেন্স করার সুবিধা চালু করবে।