আজকাল দিনে মানুষ মুখ, শরীর ও চুলের যত্ন নিয়ে বহু চিন্তিত। ঘরোয়া উপকরন মাখলে ভালো হবে নাকি কোনো নামিদামী ব্রান্ডের জিনিস ভালো হবে সেই নিয়ে চলে বিস্তর গবেষণা। আর এই করতে গিয়ে মানুষ শরীরের গোপন অংশগুলির দিকে অতটা নজর দেয় না। কিন্তু সবকিছুর পাশপাশি এই জায়গাগুলোর ও বিশেষ যত্ন নেওয়া উচিত।

নাহলে নানা ধরে ইনফেকশন হতে পারে। আর তাই একেবারেই এই জায়গাগুলিকে অবহেলা করবেন না। বরং ঘরোয়া উপকরনের মাধ্যমে জায়গাগুলিকে পরিষ্কার রাখুন এবং করে তুলুন ঝকঝকে তকতকে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে করবেন।

১.প্রথম মিশ্রণ: প্রথমে একটি পাত্রের মধ্যে কিছুটা পরিমান চন্দন গুঁড়ো নিয়ে নিতে হবে। এরপর এটিকে গোলাপ জল দিয়ে মিশিয়ে প্যাক এর মতন বানিয়ে নিতে হবে। এরপর এই উপকরণটিকে আপনার গোপন অংশে লাগিয়ে নিন। তারপর কিছুক্ষন পর মুছে বা ধুয়ে নিন। কয়েকদিন লাগানোর পরই বুঝতে পারবেন যে আপনার ওই জায়গাটি আগের চেয়ে অনেকটা উজ্জ্বল হয়েছে। এছাড়া চন্দনের গুঁড়োর মধ্যে থাকা সুন্দর গন্ধ আপনার গোপন অংশের দুর্গন্ধকে নিমেষেই দূর করতে সাহায্য করবে।

২. দ্বিতীয় মিশ্রণ: একটি শসার মাধ্যমেই আপনি আপনার প্রাইভেট জায়গাটিকে পরিষ্কার রাখতে পারেন। একটি শসাকে ভালো করে কুড়িয়ে নিতে হবে। এরপর তার মধ্যে থেকে বের হওয়া টস আপনার গোপন অংশে লাগিয়ে রাখুন কিছুক্ষন। এরপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। এটি পরপর করতে থাকলে আপনি বেশ উপকার পাবেন।

৩. তৃতীয় মিশ্রন: এছাড়া আরও একটি উপায়ে আপনি আপনার প্রাইভেট পার্ট পরিষ্কার রাখতে পারেন। প্রথমে একটি পাত্রে হলুদ গুঁড়ো, টক দই এবং লেবুর রস ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর কালো জায়গায় এটিকে লাগিয়ে রাখতে হবে। আর তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। অন্তত ৭ দিন ব্যাবহার করার পর আপনি নিজেই তফাৎটা বুঝতে পারবেন।

প্রাইভেট অংশগুলিকে সুন্দর করে তোলার জন্য বাজার চলতি অনেক প্রোডাক্টই পাওয়া যায়। কিন্তু অনেকসময় দেখা যায় যে, এগুলি ব্যাবহার করার ফলে মেয়েদের আরও অন্যান্য শারীরিক সমস্যা দেখা যায়। এমনকি ক্যান্সার অবধি ধরা পরে। সেক্ষত্রে ঘরোয়া উপাদানগুলি ব্যাবহার করাই নিরাপদ।


Found this article interesting? Follow Techtribune24 on Facebook, Twitter and LinkedIn to read more exclusive content we post.