এরপর ১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। এরপর তিনি ‘ডর’, ‘বাজীগর’, ‘আঞ্জাম’ চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করেন। কিন্তু, এত সাফলতার পিছনে যেই মানুষটি র অবদান সবচেয়ে বেশি সে হল বলিউড বাদশার স্ত্রী গৌরী খান। জীবনের ভালো মন্দ সব সময়ের গৌরী তাঁর সঙ্গে থেকেছে। আর তাই এত ঝড় ঝাপটা পেরিয়ে আজও তাঁরা একসঙ্গে রয়েছে।
তবে, এই রিয়েল লাইফ পপুলার জুটির মধ্যেও রয়েছে কিছু দুস্টু-মিষ্টি কাহিনী। আর সেই দুস্টু-মিষ্টি কাহিনীর কথা কম-বেশি সকলেই জানেন। সত্যি কথা বলতে আজ গৌরী খান শাহরুখ খানের পাশে এভাবে না থাকলে শাহরুখ খানকে কেউ চিন্তই না। আর তাই শাহরুখের জীবনে গৌরীর অবদান ১০০ শতাংশ। আর সেকথা অভিনেতা নির্দ্বিধায় স্বীকার করেন।
তবে, একটি ঘটনা যা বাদশা গৌরী খান এর থেকে লুকিয়ে গেছেন। আর সেটাই এবার ফাঁস করলেন অভিনেতা সতীশ শাহ। শাহরুখ খান অনেক ছবিতে তাঁর সঙ্গে কাজ করেছেন। সতীশ একটি টুইট করে বলেন যে, ‘রেড চিলির ‘চালতে চালতে’ ছবির কাজ করার সময় কিছু টাকা আমার কাছে এসেছিল। সঙ্গে সঙ্গে শাহরুখ খান ফোন করে একটা কথা আমাকে বলেছিলেন ও সঙ্গে এও আমায় বলেছিলেন সতীশ ভাই কিছু মনে করবেন না। একথা গৌরী যেন না জানতে পারে’। ১৭ বছর পর সেকথাই ফাঁস করলো অভিনেতা সতীশ। সম্প্রতি এই কথাই প্রকাশ্যে এসেছে।