পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ ও রোহিঙ্গাদের কটাক্ষ করে সমালচিত পোস্ট করা বলিউড তারকা কঙ্গনা রানাউতের টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সামাজিক এই যোগাযোগ মাধ্যমের নিয়মবিধি ভাঙ্গায় তার বিরুদ্ধে কর্তৃপক্ষ এই ব্যবস্থা নিয়েছে।
তৃণমূল ক্ষমতায় থাকা পশিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি করেন কঙ্গনা। তিনি বলেন, তৃণমূলের শক্তি বাংলাদেশি ও রোহিঙ্গারা। তাছাড়া
নির্বাচনে বিজেপি’র হারের পর একাধিক টুইট ভেসে উঠেছিল কঙ্গনার দেওয়ালে। প্রত্যেকটি টুইট যে তার পছন্দের দলকে সমর্থন করে লেখা, তা আর বলার অপেক্ষা রাখে না।
নির্দিষ্ট একটি টুইটে পশ্চিমবঙ্গকে কাশ্মীরের সঙ্গেও তুলনা করেন অভিনেত্রী। তার দাবি, যেসব জায়গায় বিজেপি জয়ী হয়েছে, সেখানে কোনও রকম সহিংসতামূলক কর্মকলাপ দেখা যায়নি।
তবে পশ্চিমবাংলায় তৃণমূল ক্ষমতায় আসার পরই শুরু হয়েছে হত্যালীলা। ‘#বেঙ্গলইজবার্নিং’ জাতীয় হ্যাশটাগও ব্যবহার করেছিলেন এই অভিনেত্রী।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করতে পিছপা হননি কঙ্গনা। তাকে রাবণের সঙ্গে তুলনা করেও টুইট করেন তিনি। লিখেছিলেন, “খলনায়ক হতে গেলে পরাক্রমী রাবণের মতো হন। ঠিক যেমন মমতা দিদি।”
এর আগে যেকোনো বিষয়েই নিজের ইচ্ছামত টুইট করতেন কঙ্গনা। তার জন্য বিতর্কেরও অন্ত নেই। গণমাধ্যমের শিরোনামও হয়েছেন একাধিকবার। তবে আপাতত শব্দবোমা বি’স্ফো’রণ বন্ধ হলো তার।