মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎস পবিত্র ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন কাতার প্রবাসী বাংলাদেশিরা। করোনার কারণে গতবারের মতো এবারের ঈদও সাদামাটাভাবে পালন করবেন তারা বলে জানা গেছে।

প্রবাসীরা জানান এখনো নিজেরা ঈদের কেনাকাটা না করলেও দেশে থাকা পরিবার-পরিজনের জন্য অর্থ পাঠিয়েছেন তারা।

কঠোর বিধিনিষেধের কারণে কাতারের করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের পথে। মসজিদগুলোতে পাঁচ ওয়াক্ত নামাজ এবং জুমার নামাজ অনুষ্ঠিত হলেও রমজানের তারাবির নামাজ অনুষ্ঠিত হয়নি। তবে ঈদের জামাত অনুষ্ঠিত হবে কি না, তা এখনো জানায়নি দেশটির সরকার।


Found this article interesting? Follow Techtribune24 on Facebook, Twitter and LinkedIn to read more exclusive content we post.