রফতানিমুখী শিল্প-কারখানার শ্রমিকদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে সীমিত সময়ের জন্য বাস চালু করেছে সরকার। তবে সড়কে শ্রমিকদের দেখা যাচ্ছে না। রোববার (০১ আগস্ট) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে এ চিত্র দেখা গেছে।

এর আগে শনিবার সকাল থেকে রাত পর্যন্ত এ সড়কে গার্মেন্টসমুখী যাত্রীদের ছিল উপচে পড়া ভিড়। তবে আজ সকাল থেকে মহাসড়ক অনেকটাই ফাঁকা দেখা গেছে। এ ছাড়া দুপুর ১২টা পর্যন্ত বাস চলাচলের নির্দেশনা ও যাত্রী কম থাকায় সব বাস চালু করা হয়নি।

রয়েল কোচ পরিবহনের ম্যানেজার খোকন মজুমদার বলেন, এত অল্প সময়ে গাড়ি নামিয়ে কি করবো। এ ছাড়া দীর্ঘক্ষণ অপেক্ষা করে যাত্রী পাচ্ছি না। এই সড়কে ৬০টি বাস থাকলেও মাত্র চারটি বাস চালু করেছি। তাও যাত্রী নেই।

রিলাক্স পরিবহনের বাসচালক জামাল বলেন, যখন শ্রমিকরা ট্রাকে করে গেল, তখন বাস চালু করেনি। এখন চালু করে লাভ কী? সব তো চলেই গেছে। যাত্রী না থাকায় কোনো সিডিউল মানা হচ্ছে না। হুট করে বললেই তো বাস চালানো যায় না।

এদিকে কুমিল্লা ইপিজেডে গিয়ে দেখা যায়, শ্রমিকরা সকাল ৭টায় কর্মস্থলে যোগ দিয়েছেন।

কাদেনা স্পোর্টসের শ্রমিক সফিক জানান, কারখানা খোলার খবরে শনিবার চলে এসেছি। ট্রাকে করে অতিরিক্ত টাকা খরচ করে আসতে হয়েছে। আমাদের জন্য সরকারের চিন্তা নেই। ইচ্ছামতো আমাদের ব্যবহার করছে।


Found this article interesting? Follow Techtribune24 on Facebook, Twitter and LinkedIn to read more exclusive content we post.