বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। এতে সিভিলিয়ান শাখায় ১১তম হতে ২০তম গ্রেডে লোকবল নিয়োগ দেয়া হবে। বিজ্ঞপ্তির নির্দেশনা অনুসারে আবেদন করতে হবে বিভিন্ন সেনানিবাসে। তবে সেনাসদর দফতরে আদেনপত্র পাঠালে গ্রহণযোগ্য হবে না।

সদ্য প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে ১০৯ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। নিয়োগপ্রাপ্তরা দেশের বিভিন্ন সেনানিবাসে কাজের সুযোগ পাবেন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সেনাবাহিনীতে নিয়োগের জন্য দালাল বা প্রতারক থেকে সতর্ক থাকতে হবে। কেউ যদি নিয়োগের জন্য টাকা লেনদেনের প্রস্তাব দেয়, তাকে নিকটস্থ আইনপ্রয়োগকারী সংস্থার কাছে সোপর্দ করতেও বলা হয়েছে।


বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদে আবেদন করা যাবে ৩১ আগস্ট, ২০২১ পর্যন্ত।

নিয়োগ প্রক্রিয়া ও বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে ক্লিক করুন https://www.army.mil.bd/Job-Circulation-List এই ঠিকানায়।





Found this article interesting? Follow Techtribune24 on Facebook, Twitter and LinkedIn to read more exclusive content we post.