গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক আইডি ও পেজ রয়েছে। তার নামে থাকা এসব আইডি তিনি নিজে পরিচালনা করেন না, এগুলো ভুয়া জানিয়ে থানায় জিডি করেছেন তিনি।

সোমবার (২ আগস্ট) রাজধানীর ধানমন্ডি থানায় করা জিডিতে ড. জাফরুল্লাহ চৌধুরী লিখেছেন, আমি ড. জাফরুল্লাহ চৌধুরী, ট্রাস্টি, গণস্বাস্থ্য কেন্দ্র। আমার ব্যক্তিগত মোবাইল নম্বর আছে যা আমি নিয়মিত ব্যবহার করছি। কিন্তু আমার কোনো ফেসবুক আইডি নেই। কে বা কাহারা আমার নাম দিয়ে অথবা কীভাবে যেন ইন্টারনেটের মাধ্যমে আমার নামে ফেসবুক পোস্ট করছে আমাকে বিপদগ্রস্ত করার জন্য। এ বিষয়ে আপনার থানায় সাধারণ ডায়রিকরণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

ফেসবুকে ড. জাফরুল্লাহ চৌধুরী নামে থাকা আইডিতে গিয়ে দেখা যায়, সেখানে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত নিউজের লিংক শেয়ার দেওয়া আছে। ড. জাফরুল্লাহ চৌধুরীর নামে খোলা একটি ফেক ফেসবুক পেজের ‘অ্যাবাউটে’ লেখা হয়েছে- ‘আবারো একটি ফেক পেজ খোলা হয়েছে, অশালীন বার্তা ও লিংক ছড়ানো হচ্ছে। দয়া কেরে নিচের লিংক এ গিয়ে এর বিরুদ্ধে রিপোর্ট করতে আহ্বান জানানো হল…।’

এ বিষয়ে ড. জাফরুল্লাহ চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, আমি কখনও ফেসবুকে আইডি খুলিনি। এটা পুলিশকেও জানিয়েছি। এখন তারা ব্যবস্থা না নিলে কী করার আছে? আমার নামে ফেসবুকে কে কী লিখল তাতে আমার কিছুই যায়-আসে না। ফলে, এটা নিয়ে আমি কোনো চিন্তাও করি না। পুলিশকে জানানোর দরকার, জানিয়েছি। এখন তারা মনে চাইলে ব্যবস্থা নেবে, না চাইলে নেবে না।


Found this article interesting? Follow Techtribune24 on Facebook, Twitter and LinkedIn to read more exclusive content we post.